উত্তরায় হোটেল থেকে নারীসহ আটক ১৫

রাজধানীর উত্তরায় অসামাজিক কার্যকলাপের দায়ে সাত নারীসহ অন্তত ১৫ জনকে আটক করেছে পুলিশ। এ সময় ওই হোটেলের বিভিন্ন কক্ষ থেকে নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১০টায় উত্তরা ৯ নম্বর সেক্টরে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে তাদেরকে আটক করা হয়।

uttara

ঘটনার সতত্য নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান বলেন, গোপণ সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ওই হোটেলটিতে অসামাজিক কার্যকলাপ হচ্ছে। এরই সূত্র ধরে অভিযান চালালে সেখান থেকে অসামাজিক কাজে ব্যবহৃত জিনিসপত্র পেয়েছি।

তিনি বলেন, স্পা সেন্টারের আড়ালে সেখানে অসামাজিক কাজ হত। এসবের সঙ্গে জড়িতদের থানায় নেওয়া হয়েছে।

এদিকে উত্তরায় এ ধরণের অসমাজিক কর্মকাণ্ড প্রতিরোধে থানা পুলিশ জিরো টলারেন্স জানিয়ে ওসি হাফিজুর রহমান বলেন, আমরা একটি সুন্দর উত্তরা গঠনে কাজ করছি। এ কাজে সবার সহযোগীতা চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *